নিজস্ব প্রতিবেদক: যশোরের অভয়নগরে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে খুলনার ফুলতলা উপজেলার ফুলতলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা হেদায়েত হোসেন লিটু ও দামোদর ইউনিয়ন যুবলীগের সভাপতি খায়রুজ্জামান সজিব ভূঁইয়া আহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১২ এপ্রিল) রাতে অভয়নগর উপজেলার রাজঘাট এলাকার একটি চায়ের দোকানে বসে গল্প করার সময় এ হামলার ঘটনা ঘটে।
পরে আহত অবস্থায় আওয়ামী লীগ নেতা লিটুকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে এবং যুবলীগ নেতা সজিবকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খুলনার ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আওয়ামী লীগ নেতা লিটু, যুবলীগ নেতা সজিব ও তাদের সহযোগী নাসিম মোল্লা শুক্রবার রাত ৯টার দিকে যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট এলাকার মোস্তাকের চায়ের দোকানে বসে ছিলেন। ওই সময় একদল সন্ত্রাসী এসে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে লিটু ও সজিব গুলিবিদ্ধ হন।
স্থানীয় আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয় লোকজন তাদের দ্রুত খুলনার দুইটি হাসপাতালে নিয়ে যায়। দুইজনেরই পেটে গুলি লেগেছে। এরমধ্যে লিটুর অবস্থা আশঙ্কাজনক।
এদিকে, অভয়নগর থানা পুলিশ জানিয়েছে, লিটু সদর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বর এবং ইতোপূর্বে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। ঘটনাস্থল থেকে পুলিশ পিস্তলের পাঁচ রাউন্ড তাজা গুলি ছাড়াও দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে।
স্বাআলো/এস