খুলনা বিভাগ

মণিরামপুরে দোকানী খুন

| December 11, 2024

যশোরের মণিরামপুরে জহুরুল ইসলাম (৪৫) নামে এক পাইপ দোকানী খুন হয়েছেন।

নিহত জহুরুল ইসলাম উপজেলার গোবিন্দপুর গ্রামের খোরশেদ আলীর ছেলে।

জহুরুল দীর্ঘদিন ধরে কোনাকোলা বাজারে পাইপের ব্যবসা করছিলেন।

বুধবার (১১ ডিসেম্বর) নিহতের লাশ উপজেলার চিনাটোলা-কোনাকোলা সড়কের বাটবিলা নামক স্থানের ফাঁকা মাঠে থেকে পুলিশ উদ্ধার করে।

পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে, তাকে পূর্বশত্রুতার জের ধরে অন্য কোনো স্থানে হত্যা করে লাশ ওই স্থানে ফেলে রেখে গেছে। তার মাথায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে।

স্বাআলো/এস

Debu Mallick