যশোরে দোকানীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক: যশোরে জয়নাল আবেদীন (৪০) নামে এক মুদি দোকানীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

আহত জয়নালকে অ্যাম্বুলেন্সে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) চাঁচড়া মধ্যপাড়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

জয়নাল আবেদীন চাঁচড়া মধ্যপাড়ার জামশেদ মোল্লার ছেলে।

ভুক্তভোগী জয়নাল অভিযোগ করে জানায়, রাতে দেড়টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাচ্ছিলাম পূর্বশত্রুতার জের ধরে একই এলাকার রাহুলসহ ৩-৪ জন মিলে আমার বুকে ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে স্থানীয়দের সহযোগিতায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হই।

হাসপাতালের সার্জারি বিভাগের কর্মরত ডাক্তার আল মামুন জানান, জয়নাল আবেদীনের বুকে এবং পিঠে ধারালো অস্ত্রের আঘাতে ক্ষত ও রক্তক্ষরণ হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এরকমের ঘটনা আমাকে জানায়নি। বিষয়টি খতিয়ে দেখছি।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

কাল খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

হালনাগাদ শেষে বৃহস্পতিবার (২ জানুয়ারি) খসড়া ভোটার তালিকা প্রকাশ...

সময় টিভির নড়াইল প্রতিনিধির উপর হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: সময় টিভির নড়াইল প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমানের...

দেশের ইতিহাসে এলো সর্বোচ্চ রেমিট্যান্স

সদ্যবিদায়ী ডিসেম্বর মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২ দশমিক ৬৪...

পটুয়াখালীতে বই বিতরণ উৎসব

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: নতুন বছরের প্রথম দিনে পটুয়াখালীতে প্রাথমিক...