খুলনায় চরমপন্থি নেতা শাহীনকে গুলি করে হত্যা

আবার অশান্ত হয়ে উঠেছে ‍খুলনা। আত্মগোপনে থাকা খুলনার শীর্ষ চরমপন্থি নেতা শেখ শাহীনুল হক শাহীনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।‌

তিনি বড় শাহীন নামে এলাকায় পরিচিত। শনিবার রাত সাড়ে ১১টার দিকে খুলনা থানার বাগমারা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

নিহত শাহীন নগরীর দৌলতপুর থানার কার্তিককুল এলাকার শেখ আব্দুর রশিদের ছেলে।

শাহীনের বিরুদ্ধে খুলনা নগরীর দৌলতপুরের আলোচিত শহীদ ওরফে হুজি শহীদ হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) সানোয়ার হোসেন মাসুম বলেন, রাতে সন্ত্রাসীরা গুলি করে শাহীনকে হত্যা করেছে। তার মাথায় গুলির দুইটি চিহ্ন রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড তা এখনো জানা যায়নি।

তিনি আরো জানান, দৌলতপুর থেকে শাহীনকে ডেকে বাগমারা এলাকায় নিয়ে তার পরিচিত কেউ তাকে হত্যা করেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

এদিকে শ‌নিবার রাত সা‌ড়ে ৯ টার দি‌কে নগরীর আমতলা শে‌রে এ বাংলা রোড হাজীবা‌ড়ির সাম‌নে ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করা হয়। ‍গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

এমবাপের জোড়া গোল, জয় রিয়ালের

ভিয়ারিয়ালের মাঠে প্রায় ২১ হাজার দর্শকের সামনে প্রথমেই গোল...

প্রতি লঞ্চের নিরাপত্তায় ৪ আনসার সদস্য থাকবে

ঈদযাত্রায় ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিতে এবং...

এ আর রহমান হাসপাতালে

ভারতের অস্কারজয়ী সুরকার এ আর রহমান হঠাৎ অসুস্থ হওয়ায়...

বন্ধ হতে পারে মাগুরাসহ ৬ সরকারি মেডিকেল কলেজ

অবকাঠামো, জনবল ও গবেষণাগারের অভাব থাকায় সরকার বন্ধ করে...