খুলনা ব্যুরো: খুলনায় দুর্বৃত্তরা গুলি চালিয়ে রনি সরদার (২৪) নামে এক যুবককে হত্যা করেছে।
মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় মহানগরীর টুটপাড়া জনকল্যাণ স্কুলের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত রনি রূপসা গরুহাট গণ কবরস্থানের এলাকার মৃত আব্দুর রব সরদারের ছেলে।
তবে কি কারণে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তাৎক্ষনিকভাবে কেউ জানাতে পারেনি। পুলিশের ধারণা পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
স্বাআলো/এস