Uncategorized

যশোরে যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা, আসামি দীপক আটক

| June 12, 2024

নিজস্ব প্রতিবেদক: যশোরে যুবলীগ কর্মী আলী হোসেন হত্যা মামলার আসামি দীপক কুমার বিশ্বাসকে আটক করেছে পুলিশ।

এসময় তার কাছ থেকে হত্যাকাজে ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার করা হয়েছে।

বুধবার (১২ জুন) শহরের পালবাড়ি মাছ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক দিপক কুমার বিশ্বাস ঝিনাইদহ সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামের অমল কুমার বিশ্বাসের ছেলে। তিনি বর্তমানে যশোরের পালবাড়ি এলাকার মিরাজ আর্মির বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ জানিয়েছে, উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে গত ৬ জুন গভীর রাতে যশোর শহরতলীর বাহাদুরপুর গ্রামে নবাবের নেতৃত্বে একদল দুর্বৃত্ত গুলি করে খুন করে আলী হোসেন নামে এক যুবলীগ কর্মীকে। এই ঘটনায় নিহতের মা মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন। ওই মামলার আসামি দীপককে পুলিশ আটক করেছে। এসময় দীপকের কাছ থেকে আলী হোসেন হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

স্বাআলো/এস

Debu Mallick