নিজস্ব প্রতিবেদক: যশোরের মণিরামপুরে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে।
শনিবার (৬ এপ্রিল) উপজেলার বারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, ওই গ্রামের শহিদুল ইসলামের পাঁচ বছরের মেয়ে সামিয়া ও তিন বছরের ছেলে সাবিত।
স্থানীয়রা জানান, বারপাড়া গ্রামের শেখপাড়ায় মসজিদের অদূরে সামিয়া ও সাবিতকে খেলতে দেখেন এক মুসল্লি। এ সময় তিনি তাদের বাড়িতে যেতে বলেন। নামাজ শেষে বেরিয়ে শোনেন তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের মা-বাবা পুরো পাড়া খুঁজেও তাদের পায়নি। পরে তাদের বাবা শহিদুল ইসলাম পুকুরপাড় দিয়ে যাওয়ার সময় মেয়েকে ভেসে থাকতে দেখেন। তাকে ওঠাতে গিয়ে ছেলেকে ডুবন্ত অবস্থায় পান।
এরপর তাদের উদ্ধার করে পাশের দ্রুত পল্লিচিকিৎসকের কাছে নিলে তিনি দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ ঘটনার সত্যতা স্বীকার করেন।
স্বাআলো/এস