ইউপি চেয়ারম্যান সিরাজ আটক

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের চেয়ারম্যান একেএম সিরাজ উল্যাহকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) তাকে জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়। এর আগে, বুধবার দিবাগত রাতে চট্টগ্রাম থেকে কবিরহাট থানার পুলিশ তাকে গ্রেফতার করে।

গ্রেফতার সিরাজ উল্যাহ নরোত্তমপুর ইউনিয়নের যাদবপুর গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল কাদের মির্জার শ্যালক।

জানা যায়, ৫ আগস্ট পরবর্তী গা ঢাকা দেয় সিরাজ। পরবর্তীতে বিভিন্ন সময় স্থান পরিবর্তন করে বিভিন্ন জায়গায় অবস্থান করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, সিরাজ উল্যার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ চারটি মামলা রয়েছে। এ ছাড়া তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

খুলনা-পাইকগাছা মহাসড়কের পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠ সংলগ্ন এলাকায় দুইটি...

বেনাপোলে ইডেন ছাত্রলীগ নেত্রী গ্রেফতার

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: ঢাকা ইডেন কলেজের ছাত্রলীগের...

সাতক্ষীরা সীমান্তের বিপরীতে বিএসএফের গুলি ,আতঙ্কিত স্থানীয়রা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে ভারতের ঘোজাডাঙার...

প্রতিবেশীদের মধ্যে বিদ্বেষ ভালো ফল আনবে না: ভারতীয় সেনাপ্রধান

প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব...