Uncategorized

ভাইয়ের হাতে বোন খুন

| November 15, 2023

কিশোরগঞ্জের ভৈরবে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে আমেনা বেগম (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে ।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যার দিকে শহরের গাছতলাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের স্বামী নাঈম মিয়া প্রবাসে থাকেন।

অভিযুক্ত ছোট ভাই কাল্লু মিয়া (৩৫) গাছতলাঘাট এলাকার বাসিন্দা। তিনি পেশায় ভাঙাড়ি ব্যবসায়ী। পুলিশ কাল্লু মিয়াকে রাত সাড়ে ৯টার দিকে গ্রেফতার করে।

স্থানীয়রা জানান, আমেনা বেগম বাবার বাড়ির সম্পত্তি পাওয়ার পর একই বাড়িতে ঘর নির্মাণ করে বসবাস করতেন। স্বামী নাঈম মিয়া প্রবাসে থাকেন। মঙ্গলবার সন্ধ্যায় বড় বোন আমেনা বেগমের সঙ্গে ছোট ভাই কাল্লু মিয়ার তুচ্ছ বিষয় নিয়ে তর্কাতর্কি হয়। একপর্যায়ে বোনকে মারধর করার পর ধারালো ছুরি দিয়ে চোখ ও শরীরে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা আমেনা বেগমকে উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে নরসিংদী এলাকায় পথিমধ্যে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, অভিযুক্ত কাল্লুকে পুলিশ রাতেই গ্রেফতার করেছে। এ ব্যাপারে ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply