যশোর

যশোরে মরা গরু জবাই, মাংস ব্যবসায়ীকে জরিমানা

| November 14, 2023

যশোরে মরা গরু জবাই দেয়ার অভিযোগে মাংস ব্যবসায়ী মিন্টু মোল্লাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ নভেম্বর) গভীর রাতে রাজারহাট-কচুয়া ব্রীজের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজারহাট-কচুয়া ব্রীজের পাশে সোমবার বিকেলে একটি গরু আনা হয়। গরুটি সন্ধ্যার পর মারা যায়। যা অনেকেই জানতো। গভীর রাতে ওই মরা গরু জবাই দেয় কচুয়া গ্রামের মাংস ব্যবসায়ী মিন্টু মোল্লা ও তার সহকারী আজিজুর রহমান ও শীতারামপুর গ্রামের শফিকুল ইসলাম। গরুর চামড়া খুলে মাংস আলাদা করার প্রক্রিয়া শুরু করলে স্থানীয়রা প্রতিবাদ জানায়। কিন্তু তারা এতে কর্ণপাত করে না। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেয়।

কোতোয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইমন হোসাইন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান বলেন, গরুটি মারাত্মক অসুস্থ ছিলো। অল্প টাকায় গরুটি কেনা হয়েছিলো। কিন্তু মৃতছিলো কিনা সেটা স্পষ্টভাবে বলা যাচ্ছে না। পশু জবাই আইন ও নিরাপদ মাংস আইনে  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ী মিন্টু মোল্লাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে  সতর্ক করা হয়েছে। এ ধরণের কর্মকাণ্ড ফের করলে কারাদণ্ড দেয়া হবে।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply