নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলাবাসীর সেবক হওয়ার জন্য দোয়াত কলম প্রতীকে ভোট চেয়েছেন চেয়ারম্যান প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল।
মঙ্গলবার (২১ মে) কচুয়া ইউনিয়নের নিমতলী গ্রামে ট্যাকের বাজারে নির্বাচনী পথসভা থেকে তিনি সবার কাছে দোয়াত কলম প্রতীকে ভোট চান।
এরপর তিনি ফতেপুর, চাঁচড়া ইউনিয়নে বিভিন্ন মোড়ে পথসভায় বক্তব্য রাখেন। এ সময় সাধারণ জনগণ আনোয়ার হোসেন বিপুলকে সাদরে গ্রহণ করে নেন। তার দোয়াত কলম প্রতীকে ভোট দেয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
সদর উপজেলাকে সেবামূলক প্রতিষ্ঠানে রুপান্তর করতে চাই: বিপুল
আনোয়ার হোসেন বিপুল বলেন, আমার মূল উদ্দেশ্যে উপজেলাবাসীর সেবা করা ও শেখ হাসিনার নির্দেশিত উন্নয়ন কর্মকাণ্ড শতভাগ বাস্তবায়ন করা। প্রস্তুত আছি বিজয়ী হলে উপজেলাবাসীর সেবক হবো। উপজেলা পরিষদ হবে সাধারণ জনগণের প্রতিষ্ঠান। প্রতিটি নাগরিক উপজেলা পরিষদ থেকে উপযুক্ত সম্মান পাবেন। কেউ হয়রানির শিকার হবেন না। সকল ধরনের সমস্যা উপজেলাবাসীকে সাথে সমাধান করবো। সাধারণ মানুষের জন্য ক্ষতি এ রকম কোনো সিদ্ধান্ত বাস্তবায়িত হবে না। স্মার্ট উপজেলা হবে সদর। করোনাকালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকা অবস্থায় আমি সেবকের ভূমিকায় ছিলাম। ৩০ হাজার পরিবারকে ত্রাণ, ১০ হাজার পরিবারকে সবজি, বিনামূল্যে চিকিৎসাসেবার ব্যবস্থা করেছিলাম। চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলাবাসীর লোক হিসেবে বিপদ-আপদে, সুখে-দুখে পাশে থাকবো।
কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ মোল্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শেখ জাহিদুর রহমান লাবু।
যশোরের কাশিমপুর ও লেবুতলায় চেয়ারম্যান প্রার্থী বিপুলের নির্বাচনী পথসভা
বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মন্নু হোসেন, আবু হানিফা, সাইদুর রহমান, মুরাদ হোসেন, লিয়াকত হোসেন, রেজাউল ইসলাম, ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক অহিদুল ইসলাম, কচুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, যুবলীগ নেতা কাজী মোহাম্মদ আলী ক্লে, যুবলীগ নেতা ওসমান গনি, রাসেল হোসেন ও ইকরামুল।
সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ইমরান হোসেনের সঞ্চালনায় এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাআলো/এস