জেলা প্রতিনিধি, সাতক্ষীরা: জেলার ভোমরা জাহাঙ্গীর মার্কেটের সামনে থেকে ৪৬৬ গ্রাম ওজনের চার পিস সোনার বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২৮ এপ্রিল) ভোমরা জাহাঙ্গীর মার্কেটের সামনে এক মোটরসাইকেল আরোহীর কাছ থেকে এই সোনার বার উদ্ধার করা হয়। সোনার বারের মূল্য ৪৫ লাখ ১৬ হাজার টাকা।
বিজিবি সূত্র জানায়, সোনার একটি চালান ভারতে পাচার করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের আওতাধীন ভোমরা বিওপির একটি টহল দলের সদস্যরা জাহাঙ্গীর মার্কেটের সামনে অবস্থান নেয়। দুপুরের দিকে জাহাঙ্গীর মার্কেটের সামনে থেকে সীমান্তগামী একটি মোটরসাইকেল চালককে আটক করে বিজিবি সদস্যরা। এ সময় তার দেহ তল্লাশি চালিয়ে চার পিস সোনার বার উদ্ধার করা হয়।
স্বাআলো/এস