দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ ও শরণখোলা) আসনে নৌকার মাঝি হতে চান কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ।
সোমবার (২০ নভেম্বর) আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেন তিনি।
বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার হাত থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন এইচএম বদিউজ্জামান সোহাগ।
এসময় উপস্থিত ছিলেন মোড়েলগঞ্জের মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান।
জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য অধ্যাপক মাহফিজুর রহমান জানান, বাগেরহাটের মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলার আওয়ামী লীগ দলীয় নেতাকর্মী, ইউপি চেয়ারম্যান ও মেম্বরসহ প্রায় সহস্রাধিক মানুষের সমন্বয়ে বদিউজ্জামান সোহাগ দলীয় মনোনয়ন ফরম পূরণ করেছেন।
বীরমুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান বলেন, মরহুম আব্দুল আজিজ ও মরহুম ডা. মোজাম্মেল হোসেনের হাতে গড়া মোড়েলগঞ্জ ও শরণখোলার মানুষের ভাগ্যন্নোয়নে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সর্বজন জনপ্রিয় এইচ বদিউজ্জামান সোহাগের বিকল্প নেতা আপাতত এ আসনে নেই। তাই আমার বিশ্বাস সাবেক ছাত্রলীগ নেতা শহীদ মনিরুজ্জামান বাদলের জামাতা বদিউজ্জামান সোহাগকে এবার দলীয় নেত্রী আমাদের প্রাণ প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঞ্চিত করবেন না।
স্বাআলো/এসএ