জেলা প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর চাকমারকুল অংশে মালবাহী ট্রাকচাপায় এক সেনাসদস্য নিহত হয়েছেন।
সোমবার (২৫ মার্চ) রামুর চাকমারকুলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন রামু তুলাবাগান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী।
নিহত সেনাসদস্যের নাম আতিকুর রহমান (২৯)। তিনি রংপুরের মিঠাপুকুর খামার হরিপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে। কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন আতিকুর।
ওসি আজিজুল বারী জানান, বন্ধুরা মিলে মোটরসাইকেলে করে কক্সবাজার ভ্রমণে আসেন সেনাসদস্য আতিকুর রহমান। কক্সবাজার থেকে ফেরার পথে চাকমারকুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে গুরুতর আহত হন মোটরসাইকেলে থাকা দুজন। হাসপাতালে নেয়ার পর মারা যান আতিকুর রহমান। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান ওসি।
স্বাআলো/এস