বলিউড নায়িকা সোনাল চৌহানকে নিয়ে প্রকাশ্যে এলেন শাকিব খান।
বুধবার (২৫ অক্টোবর) রাতে মুম্বাইয়ের একটি হোটেলে সংবাদ সম্মেলনে একসঙ্গে দেখা গেল তাদের।
সংবাদ সম্মেলনে বলিউড অভিনেত্রী সোনাল চৌহান বলেন, সিনেমার কোনো ভাষা নেই। যেকোনো ভাষায় ভালো গল্পের সিনেমা হতে পারে। ‘দরদ’ তেমনই একটি প্রজেক্ট।
অপু বিশ্বাসকে ‘কুকুর’ বললেন বুবলী
শাকিব খান বলেন, এটা বাংলাদেশ থেকে প্রথম প্যান ইন্ডিয়ান মুভি। আমি মনে করি এটি একেবারে ইউনিক গল্পের মুভি হতে যাচ্ছে। ভারতের সঙ্গে নতুন কোলাবোরেশন আশা করছি ভালো হবে।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ২৭ অক্টোবর থেকে ভারতে সাইকো থ্রিলার গল্পের ছবি ‘দরদ’ সিনেমার শুটিং শুরু হবে।
বুবলীর নাম নিতে আমার ব্যক্তিত্বে বাধে: অপু বিশ্বাস
আগামী ফেব্রুয়ারিতে বাংলাসহ হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম, কর্নাটক- এই ছয় ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।
২০০৮ সালে ইমরান হাশমির সঙ্গে বলিউডের ‘জান্নাত’ সিনেমা দিয়ে রূপালি পর্দায় পথচলা শুরু হয় সোনাল চৌহানের।
স্বাআলো/এস