আজাদুল হক, বাগেরহাট: জেলার মোড়েলগঞ্জে বাবার সাথে অভিমান করে হাসান মোল্লা (২৭) নামে এক যুবক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে হাসান মোল্লার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
হাসান মোল্লা মোড়েলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের ঠাকুরোন তলা গ্রামের ফেরদৌস মোল্লার ছেলে।
পুলিশ জানায়, হাসান মোল্লা একজন ভাড়ার মোটরসাইকেল চালক। মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে রবিবার বাবা ফেরদৌস মোল্লার সাথে মনোমালিন্য হয় এক পর্যায়ে হাসান মোল্লা তার চাচা ইসরাফিল মোল্লার বাড়ির সামনে রাস্তার উপর তার প্লাটিনা মোটরসাইকেলটি পেট্রোল দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আর চাচা ইসরাফিল মোল্লার বাড়িতে কেউ না থাকায় হাসান ওই বাড়িতে প্রবেশ করে ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে বিকেলের দিকে পুলিশ গিয়ে লাশের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় মোড়েলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।
স্বাআলো/এস