দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাজী নাবিল আহমেদকে বিজয়ী করার লক্ষ্যে উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ ডিসেম্বর) বিকালে উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে হলরুমে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদ ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম বিশ্বাস।
এসময় নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হানিফা, আওয়ামী লীগ নেতা ফসিয়ার রহমান, আবদুল মালেক, আব্দুল আলিম, যুবলীগের আহবায়ক আল মাহমুদ, ছাত্রলীগের সভাপতি শাহীন আলম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান রাজু আহম্মেদ বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী ৭ জানুয়ারি সারাদিন নৌকায় ভোট দিন। বিজয়ী করুন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে।
স্বাআলো/এসএ