স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ে সফরের মধ্যেই শ্রীলঙ্কা সফরের সূচি ঘোষণা করলো ভারতীয় ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কা সফরে মোট ছয়টি ম্যাচ খেলবে ভারত। এরমধ্যে তিনটি টি২০ ম্যাচ এবং তিনটি একদিনের ম্যাচ।
ভারত ও শ্রীলঙ্কা দুই দলই টি২০ সিরিজে নতুন অধিনায়কের অধীনে।
কেননা বিশ্বকাপ জেতার পর আন্তর্জাতিক টি২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা। এদিকে শ্রীলঙ্কার হয়ে টি২০ ফরম্যাটের নেতৃত্ব ছেড়েছেন অলরাউন্ডার ভানিন্দু হাসারাঙ্গা।আগামী ২৬ জুলাই টি২০ ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের লঙ্কা সফর। ওয়ানডে সিরিজ শুরু হবে ১ আগস্ট।
টি২০ সিরিজের সূচি
প্রথম টি ২০ – ২৬ জুলাই, পাল্লেকেলে, সন্ধ্যা ৭টা
দ্বিতীয় টি ২০ – ২৭ জুলাই, পাল্লেকেলে, সন্ধ্যা ৭টা
তৃতীয় টি ২০ – ২৯ জুলাই, পাল্লেকেলে, সন্ধ্যা ৭টা
ওয়ানডে সিরিজের সূচি
প্রথম ওডিআই – ১ আগস্ট, কলম্বো
দ্বিতীয় ওডিআই – ৪ আগস্ট, কলম্বো
তৃতীয় ওডিআই – ৭ আগস্ট, কলম্বো
স্বাআলো/এস/বি