‘শ্রীলেখার পাঁচজনকে লাগে, এটা প্রচার করে তাদের ব্যবসা হয়’

বিনোদন ডেস্ক: ঠোটকাঁটা স্বভাবের জন্য খ্যাতি আছে ওপার বাংলার অভিনেত্রী শ্রীলেখা মিত্রের। নিজের জীবনযাপনের ধরণ নিয়ে বরাবরই স্পষ্টবাদী তিনি। কখনোই কোনো কিছু নিয়ে রাখঢাক রাখেন না। এবারো যেমন রাখলেন না!

শ্রীলেখা মনে করেন, তিনি যা বললেন তা ভিন্নভাবে উপস্থাপন করা হয় ভক্তদের কাছে। যা অধিকাংশ সময়েই থাকে বিকৃত শিরোনামে। যেটারই প্রতিবাদ জানালেন অভিনেত্রী।

কোনো এক সাক্ষাৎকারে শ্রীলেখা বলেছিলেন, একসঙ্গে পাঁচজনকে দরকার তার। যেটাই নানাভাবে বিকৃত করে প্রচার করা হচ্ছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রীকে কটাক্ষও করা হচ্ছে।

বিয়ে করলেন রাজ-বুবলী

তারই জবাবে এবার ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন শ্রীলেখা। যেখানে দেখা যায়, তিনি বিছানায় শুয়ে আছেন। তার আশেপাশে ছড়িয়ে রয়েছে পোষ্যপ্রাণী।

ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, শ্রীলেখার একসঙ্গে পাঁচজনকে লাগে। এটা প্রচার করে ব্যবসা করতে চায় তো পোর্টালগুলো। ঠিক ঠিক ঠিক। পঞ্চমজন হলো আমার বিগল। সে একটু রেসিস্ট। তাই আলাদা শুয়ে আছে।

জীবনটা আরো সুন্দর হলো: পরীমনি

ভিডিও দিয়ে শ্রীলেখা নিন্দুকদের জবাব দিলেন। দেখিয়ে দিলেন, তিনি বাড়িতে পাঁচজনের সঙ্গেই থাকেন। তবে এই পাঁচজন অন্য কেউ বা কিছু নয়। এরা হলো তারকার পোষ্য।

শ্রীলেখার সেই পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, বুঝলাম, তোমার প্রকৃত ভালোবাসার অধিকারী, রক্ষাকর্তা এই পঞ্চ-পান্ডব। কারো মন্তব্য, এতোগুলোকে কিভাবে সামলাও। আমরা তো দুটোই পারি না।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বেনাপোল বন্দর দিয়ে পণ্য রফতানিকে শর্ত আরোপ

বেনাপোল বন্দর দিয়ে পণ্য রফতানিতে নতুন শর্ত জারি করা...

ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ, থাকবে যতদিন

আবারো আসছে হাড়কাঁপানো শীত। আগামীকাল বুধবার (৮ জানুয়ারি) সারাদেশে...

যশোরে গাছের ডাল কাটতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

যশোর সদরের রুপদিয়ার বিলপাড়ায় কড়াই গাছের ডাল কাটার সময়...

থানা থেকে লুট হওয়া রাইফেল মিললো খাল পাড়ে

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার সোনাইমুড়ী থানা পুলিশের লুট হওয়া...