খুলনা বিভাগ

যশোরে ভরদুপুরে যুবককে ছুরিকাঘাত

| February 20, 2025

নিজস্ব প্রতিবেদক: যশোরে ভরদুপুরে আনজুম সিপার রুদ্র নামে এক যুবককে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে শহরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রুদ্র শহরের বেজপাড়া তালতলা এলাকার আব্দুস সবুরের ছেলে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সাথে চলাফেরা করেন এবং একজন ‍শিল্পী হিসেবে পরিচিত।

রুদ্র জানান, তিনি ওই এলাকা দিয়ে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। এমন সময় ষষ্টিতলা এলাকার নাইস, একই এলাকার মনিরুলসহ ৩/৪ জন তার গতিরোধ করে তাকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরো জানান, নাইস ও মনিরুলের সাথে তার পূর্বশক্রতা ছিলো। সেই শক্রতার জেরেই তার উপর হামলা চালিয়েছে বলে দাবি করেন তিনি।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার সুজায়েত হাসান বলেন, তাকে তিনটি আঘাত করা হয়েছে। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তার অবস্থা স্থীতিশীল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহবায়ক রাশেদ খান বলেন, রুদ্র ভদ্র ছেলে। তাদের সাথেই মেলামেশা করে। পূর্বশক্রতার জেরে তার উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। তিনি দ্রুত জড়িতদের আটকের দাবি জানান।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল বলেন, খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সার্বিক বিষয় খোঁজখবর নেয়া হচ্ছে।

স্বাআলো/এস

Shadhin Alo