নড়াইলে উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন ও মানবন্ধন

জেলা প্রতিনিধি, নড়াইল: জেলায় হকার্স মার্কেটের ব্যবসায়ীদের বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগে উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জেলার বাণিজ্যিক কেন্দ্র রুপগঞ্জ বাজারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিসের সামনে অবস্থিত হকার্স মার্কেটের সামনে ব্যবসায়ীদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন চলাকালে হকার্স মার্কেটের সভাপতি মাসুম জমাদ্দার সাংবাদিকদের সামনে একটি লিখিত বক্তব্য পাঠ করেন। বক্তব্যে বলা হয়, তারা বিগত ২১ বছর ধরে এই মার্কেটে ব্যবসা করে আসছেন। শহরের ফোরলেন রাস্তা ও ড্রেন নির্মাণের সময় ব্যবসায়ীরা নিজ উদ্যোগে দোকান সরিয়ে নেন এবং তৎকালীন জেলা প্রশাসকের কাছে পুনর্বাসনের দাবি জানান। জেলা প্রশাসক মৌখিকভাবে জানিয়েছিলেন, কাজ শেষে রাস্তার পাশে মার্কেটের জন্য জায়গা অবশিষ্ট থাকলে সেখানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। সেই আশ্বাসে তারা কাজ শেষে নিজ খরচে অবশিষ্ট জায়গায় অস্থায়ী খুপড়ি দোকান নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছেন।

মাসুম জমাদ্দার অভিযোগ করেন, একটি কুচক্রী মহল অনৈতিক সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে তাদের উচ্ছেদের জন্য বিভিন্ন মহলে মিথ্যা ও ভুয়া তথ্য ছড়াচ্ছে। এই মহলটি সাংবাদিকদের ভুল বুঝিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বানোয়াট সংবাদ প্রচার করিয়েছে এবং জেলা প্রশাসকের কাছে মিথ্যা অভিযোগ দায়ের করে উচ্ছেদের জন্য নিয়মিত চাপ সৃষ্টি করছে। তিনি জোর দিয়ে বলেন, মার্কেটে নতুন করে অর্থের বিনিময়ে কাউকে দোকান দেওয়া হয়নি এবং অর্থ আত্মসাতের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। যারা আগে ব্যবসা করতেন, তারাই বর্তমানেও ব্যবসা করছেন।

ব্যবসায়ীরা আশঙ্কা প্রকাশ করে বলেন, এই মার্কেট উচ্ছেদ করা হলে এখানকার হতদরিদ্র ব্যবসায়ী, তাদের পরিবার এবং মার্কেট সংশ্লিষ্ট কর্মচারীদের জীবিকা নির্বাহের পথ বন্ধ হয়ে যাবে। তারা দাবি করেন, এই মার্কেট দ্বারা জনসাধারণের কোনো ক্ষতি বা অসুবিধা হচ্ছে না। তাই মার্কেটটি উচ্ছেদ না করার জন্য তারা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানান।

এ সময় মার্কেটের অন্যান্য ব্যবসায়ী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

সাতক্ষীরায় জেলি পুশকৃত ২১০ কেজি চিংড়ি জব্দ, আটক ২

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে ক্ষতিকারক জেলি পুশকৃত ২১০...

ঝিকরগাছায় আ.লীগের ২ ইউপি সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছায় নাশকতার অভিযোগে দায়ের করা মামলায়...

পাকিস্তানিদের জন্য সব ধরনের ভিসা স্থগিত করেছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬...

বাগেরহাটে অপহৃত ৩ শ্রীলঙ্কান নাগরিক উদ্ধার, ৪ অপহরণকারী গ্রেফতার

জেলা প্রতিনিধি, বাগেরহাট: ব্যবসায়িক কাজে এসে বাগেরহাটের মোল্লাহাটে অপহৃত...