আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারকারা।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় রয়েছেন, চিত্রনায়ক ফেরদৌস, রুবেল, শাকিল খান, সিদ্দিকুর রহমান ও চিত্রনায়িকা মাহিয়া মাহি।
এই তালিকায় আরো যাদের যোগ হওয়ার কথা রয়েছে, চিত্রনায়ক রিয়াজ, ডিপজল ও রোকেয়া প্রাচীর।
সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চিত্রনায়ক ফেরদৌস আগামীকাল আওয়ামী লীগ থেকে মনোনয়ন কিনবেন। ঢাকার যে কোনো আসন থেকে নির্বাচন করার ইচ্ছার কথা জানিয়েছেন তিনি।
আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন মাহি
নায়ক ফেরদৌস আহমেদ বলেন, আগামীকাল আমি আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র কিনবো। ঢাকার যেকোনো একটি আসন থেকে নির্বাচনে দাঁড়াতে চাই। ঢাকার কোন আসন সেটা আজ বলবো না। ঢাকায় নেয়ার কারণ ঢাকার সবকিছু আমার পরিচিত।
সম্প্রতি জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন।
সংবাদ মাধ্যমকে মাহিয়া মাহি বলেন, আমি শতভাগ নিশ্চিত যদি তৃণমূল পর্যায়ে যাচাই করা হয় তাহলে দল থেকে আমাকে মনোনীত করা হবে। কারণ তৃণমূল পর্যায়ের আগ্রহের কারণেই মনোনয়ন ফরম কিনেছি।
একসময়ের জনপ্রিয় অভিনেতা মাসুম পারভেজ রুবেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বরিশাল-৩ আসন থেকে মনোনয়ন ফরম তুলেছেন।
মাসুম পারভেজ বলেন, ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত আছি। অনেক আগে থেকেই রাজপথে ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছি। চলচ্চিত্রের অন্যদের মতো হঠাৎ করে রাজনীতিতে আসিনি। দীর্ঘদিন আমরা আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। আশা করি আমার বিষয়টা বোঝাতে পেরেছি।
চিত্রনায়ক শাকিল খান রামপাল-মোংলা থেকে নির্বাচন করতে আগ্রহী। ইতোমধ্যে আওয়ামী লীগের মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন তিনি।
এছাড়া ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক ঢাকা-১৭ এবং টাঙ্গাইল-১ আসনের মনোনয়ন ফরম কিনেছেন।
স্বাআলো/এস