একদিন বন্ধ থাকার পর যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল থেকে এ বন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম শুরুর পাশাপাশি দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল আগের মতোই স্বাভাবিক রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, কালীপূজা ও দীপাবলি উপলক্ষে একদিন বন্ধ থাকার পর ভারতের পেট্রাপোল ব্যবসায়ীরা সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় শুরু করেছেন।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল করিম জানান, পণ্য আমদানি-রফতানি কার্যক্রম আজ সকাল থেকে শুরু হয়েছে। বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম চালু রয়েছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।
স্বাআলো/এস