যশোর শহর ও বেনাপোলে পৃথকভাবে অভিযান চালিয়ে ৩০টি ককটেল বোমা ও একটি এয়ারগান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২০ নভেম্বর) রাতে এ অভিযান চালানো হয়। তবে এ ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি র্যাব।
র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গোয়েন্দা তথ্যের মাধ্যমে তারা জানতে পারেন, দেশ ও জনগণের জানমালের ক্ষতিসাধন ও বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টির লক্ষ্যে যশোর জেলার বিভিন্ন এলাকায় ককটেল বোমা বিশেষভাবে সংরক্ষণ করা হচ্ছে। এরপর সোমবার গভীর রাতে যশোর শহরের বেজপাড়া, চোকদারপাড়া, আনসার ক্যাম্প শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে দুইটি বাজারের ব্যাগ হইতে বিশেষভাবে রক্ষিত ৯টি ককটেল বোমা ও ১টি পিস্তল সাদৃশ্য এয়ারগান উদ্ধার করা হয়। অপরদিকে একই রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ যশোরের অপর একটি টিম বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের একটি পুকুরের পাশের ঝোপের মধ্য থেকে একটি বালতি ভর্তি ২১টি ককটেল বোমা উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে উদ্ধারকৃত ককটেল বোমা একত্রিত করা হয়েছিলো। ককটেল বোমা মজুদকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরো জানান, ককটেল ও এয়ারগান বেনাপোল পোর্ট থানা ও কোতোয়ালী মডেল থানায় জিডি করে হস্তান্তর করা হয়েছে।
স্বাআলো/এসএ