আজাদুল হক, বাগেরহাট: জেলার রামপাল থানা পুলিশের অভিযানে মুল্যবান চোরাই তামার
তারসহ জাহাঙ্গীর ইজারাদার (৩০) নামের এক যুবক গ্রেফতার হয়েছে।
গ্রেফতার জাহাঙ্গীর উপজেলার কালেখার বেড় এলাকার। রামপাল থানার ওসি সোমেন দাশ জানান, থানার এসআই নিকুঞ্জ রায় সঙ্গীয় ফোর্স নিয়ে রবিবার জরুরী ডিউটি করাকালে উপজেলার টেংরামারী এলাকার ডেলটা এলপিজি লিঃ (ইউনিট-২) সিলিন্ডার ম্যানুফেকচার প্লান্ট এর মেইন গেইটের সামনে থেকে জাহাঙ্গীর ইজারাদার কে হাতে-নাতে তামার তারসহ গ্রেফতার করে।
এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের পুর্বক আসামি জাহাঙ্গীর কে সোমবার (৮ জুলাই) বাগেরহাট বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
স্বাআলো/এস/বি