সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে

ঢাকা অফিস: দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে আজ শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টার মধ্যে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, ভোলা, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও কক্সবাজার – এই ৯টি অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে, শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় দেয়া পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছিল যে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরো বলা হয়েছে, শনিবার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: সিলেটে প্রথম টেস্টে হারের ধাক্কা সামলে চট্টগ্রামে...

চিন্ময় দাসের জামিন স্থগিত

ঢাকা অফিস: রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের...

নড়াইলে ১৩ মামলার আসামি সাবেক এমপি মুক্তির সহযোগী সবুজ অস্ত্রসহ আটক

জেলা প্রতিনিধি, নড়াইল: জেলার কালিয়ায় ১৩টি মামলার এজাহারভুক্ত আসামি...

খুলনাসহ ১৪ পুলিশ সুপারকে বদলি

ঢাকা অফিস: বাংলাদেশ পুলিশে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১৪...