জাতীয়

আরো ঘনীভূত হতে পারে লঘুচাপ, যেসব অঞ্চলে ঝড়ের শঙ্কা

ঢাকা অফিস ঢাকা অফিস | May 28, 2025

দেশের উপর দিয়ে বয়ে যাওয়া তীব্র গরমের মধ্যেই বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপ ইতোমধ্যে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকা এবং কয়েকটি জেলায় বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া অধিদফতর দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে।

আবহাওয়া অধিদফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, বুধবার (২৮ মে) সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই পরিস্থিতি বিবেচনা করে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বঙ্গোপসাগরে লঘুচাপ, যেসব এলাকায় ঝড়বৃষ্টি হতে পারে

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং এটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ছাড়াও দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর উপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর।

উল্লেখ্য, গত কয়েকদিনে দেশের কিছু স্থানে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তাপমাত্রা খুব বেশি কমেনি। দেশের সর্বোচ্চ তাপমাত্রা এখনও ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে বিরাজ করছে। এর মধ্যেই বঙ্গোপসাগরের এই নতুন পরিস্থিতি উপকূলীয় অঞ্চলে শঙ্কা তৈরি করেছে।

স্বাআলো/এস

Shadhin Alo