বাগেরহাটে ছুরিকাঘাতে শিক্ষার্থী আহত

আজাদুল হক, বাগেরহাট: জেলার রামপাল উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনষ্ঠানে বখাটেদের ছুরিকাঘাতে এসএসসি পরিক্ষার্থী কিশোরী (১৬) আহত হয়েছে। আহত কিশোরীকে রামপাল উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় কিশোরীর মাতা পেয়ারা বেগম বখাটেদের নাম পরিচয় উল্লেখ করে মঙ্গলবার রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। রামপাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনা বিষয়ে ভিকটিম পরিবার ও থানা পুলিশ জানায় রামপাল উপজেলার পুটিমারী (সিংগড়বুনিয়া) গ্রামের মোয়াজ্জেম হোসেনের এসএসসি পরীক্ষার্থী মেয়ে সোমবার সন্ধ্যায় স্থানীয় পেড়িখালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যায়।

 

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলা কালে ওই কিশোরী মাঠের দক্ষিণ পাশে একটি খাবারের দোকানে খাবার কিনতে যায়। সেখান থেকে ফেরার পথে পেড়িখালী গ্রামের তৌকিম হাওলাদারসহ তার সহযোগি ফাহাদ শেখ, ইকরামুল, আবু সাইদ, শফিক শেখ, নাইম মোড়ল ও পাশর্বর্ত্তি সিকিরডাঙ্গা গ্রামের তৌফিক মোল্লা মেয়েটির পথরোধ করে কু-প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় বখাটেরা মেয়েটির চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে ফাকা স্থানে নিয়ে তার পেটে ও শরীরের বিভিন্ন স্থানে লাথি মারে।

এক পর্যায়ে বখাটেরা মেয়েটির গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করলে ওই কিশোরী হাত দিয়ে ঠেকায়। পরে তারা তার হাতে ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে আহত করে। এ খবর পেয়ে স্কুলের অনুষ্ঠানে থাকা তার মা পেয়ারা বেগম ছুটে এসে মেয়েকে উদ্ধার করেন এবং রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করেন। ভিকটিমের মা পেয়ারা বেগম বলেন, ভিকটিম কে দীর্ঘ দিন ধরে বখাটে তৌকিমসহ তার সাঙ্গপাঙ্গরা কুপ্রস্তাবে দিয়ে আসছে। এতে বাঁধা দিলে তারা আরো বেপরোয়া হয়ে ওঠে। তাদের কথায় রাজি না হলে এসিড দিয়ে মুখ ঝলসে চেহারা পাল্টে ফেলার হুমকি দেয়।

এ জন্য তারা পথে ঘাটে গতিরোধ করে ভয়ভীতি প্রদান করতে থাকে। এক পর্যায়ে সোমবার সন্ধ্যায় ফাঁকা পেয়ে তারা এ ঘটনা ঘটায়। এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ বলেন, মেয়েটির মায়ের দেয়া অভিযোগের লিখিত কপি পেয়েছি। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। ন্যক্কারজনক এ ঘটনায় জড়িতদের ছাড় দেয়া হবে না।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত...

অশ্লীল অডিও-ভিডিও ফাঁস: চৌগাছা থানার ওসি পায়েল ক্লোজড, তদন্ত কমিটি গঠন

চৌগাছা (যশোর) প্রতিনিধি: অশ্লীল অডিও-ভিডিও ফাঁসের পর যশোরের চৌগাছা...

খুলনার সন্ত্রাসী চিংড়ি পলাশ আটক

খুলনার আলোচিত সন্ত্রাসী পলাশ তালুকদার ওর‌ফে চিংড়ি পলাশ‌ ও...

অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা

অস্থায়ী পাস নিয়ে সোমবার (৩০ ডিসেম্বর) থেকে সাংবাদিকরা সচিবালয়ে...