Uncategorized

বজ্রপাত: ষষ্ঠ শ্রেণির ১২ শিক্ষার্থী আহত

| October 11, 2023

পটুয়াখালীতে শ্রেণিকক্ষে বজ্রপাতে শিক্ষকসহ ষষ্ঠ শ্রেণির ১২ শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাঙ্গাবালী উপজেলার মৌডুবি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আহমেদ বলেন, ষষ্ঠ শ্রেণির ক্লাস রুমের জানালার পাশে হঠাৎ বজ্রপাত হয়। এসময় এক শিক্ষকসহ ১২ শিক্ষার্থী আহত হয়। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। তবে এখনো পাঁচজনের জ্ঞান ফেরেনি।

স্থানীয় চিকিৎসক জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক। শিশুদের হাসপাতালে নেয়া হচ্ছে। তিনি আরো জানান, দুপুর ১টা পর্যন্ত ওই পাঁচ শিশুদের জ্ঞান ফেরেনি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক স্কুলে স্পিডবোট যোগে চিকিৎসক পাঠিয়েছি। শিশুদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply