নিজস্ব প্রতিবেদক: যশোরে ট্রেন লাইন আটকে রেখে বিক্ষোভ করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার (১৭ জুলাই) দুপুর সোয়া ৩টার দিকে শহরের রেলগেটে অবস্থান নিয়ে চাঁপাইনবাবগঞ্জগামী মহানন্দা লোকাল ট্রেন আটকে তারা এ বিক্ষোভ করেন।
কোটা সংস্কারের দাবিতে যশোরের শিক্ষার্থীরা আজ সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নিয়ে শহরতলীর চাঁচড়া চেকপোস্ট মোড়ে গিয়ে অবস্থান নেন।
যশোরে কোটা বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে হামলা, আহত ২০
এরপর তারা তিন ঘণ্টা যশোর-বেনাপোল, যশোর-ঝিনাইদহ, যশোর-খুলনা বাইপাস সড়ক অবরোধ করে রাখেন।
দুপুর আড়াইটার দিকে আন্দোলনকারীরা একই স্থানে আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে গায়েবানা জানাজা আদায় করেন। এরপর তারা শহর অভিমুখে মিছিল নিয়ে ফেরার পথে সোয়া তিনটার দিকে আন্দোলনকারী কয়েক হাজার শিক্ষার্থী যশোর শহরের রেলগেট এলাকায় অবস্থান নিয়ে রেলপথ অবরোধ করেন। এ সময় তারা খুলনা থেকে চাঁপাইনবাবগঞ্জমুখী মহানন্দা লোকাল ট্রেনটি আটকে দেন।
ট্রেনটি এগোনোর চেষ্টা করলে শিক্ষার্থীরা লাইনের পাথর ছুঁড়তে থাকেন। এরপর ট্রেনটি থেমে যায়। এ সময় তারা কোটা বিরোধী নানা স্লোগান দেন।
স্বাআলো/এস