নিজস্ব প্রতিবেদক: যশোরের আরবপুর এলাকার হাউজপাড়া মহিলা মাদরাসার এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কোতোয়ালী থানায় প্রধান শিক্ষক শাহাদাত হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার প্রধান শিক্ষক শাহাদাত হোসেনকে আসামি করে ধর্ষণের মামলা করা হয়।
এদিকে, ঘটনার পরপরই ওই প্রধান শিক্ষক পরিবার নিয়ে পালিয়ে গেছে।
মামলায় উল্লেখ করা হয়েছে, ওই শিক্ষার্থীকে গত ৮ মার্চ প্রধান শিক্ষক তার রুমে ডাক দেয়। পরে তাকে ধর্ষণ করে। এসময় প্রধান শিক্ষক শাহাদাত ওই শিক্ষর্থীকে এ বিষয়ে কাউকে জানালে হত্যা করা হবে বলে ভয় দেখায়।
এক পর্যায় ওই শিক্ষার্থী তার পরিবারকে জানায়। পরিবার জানতে পেরে কোতোয়ালী থানায় এ মামলা করেন।
স্বাআলো/এস