নিজস্ব প্রতিবেদক: যশোরে ছাত্রী ধর্ষণের মামলায় মাদরাসা শিক্ষক সাহাদত হোসেনকে ঝালকাঠি থেকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গত ৮ মার্চ যশোরের আরবপুর এলাকায় এই ঘটনার পর ভুক্তভোগী পরিবার কোতোয়ালী থানায় মামলা করেন। ১৯ মার্চ রাতে ওই আসামিকে আটকের পর কোতোয়ালী থানা পুলিশের মাধ্যমে যশোর আদালতে সোপর্দ করেছে র্যাব।
আটক সাহাদত হোসেন ঝালকাঠির রাজাপুর উপজেলার লেবুবুনিয়া গ্রামের বাসিন্দা।
র্যাব ক্যাম্প যশোরের কোম্পানি কমান্ডার মেজর সাকিব হোসেন জানিয়েছেন, গত ৮ মার্চ যশোর শহরের আরবপুর এলাকার পাওয়ার হাউজপাড়ায় একটি আলিয়া মাদাসার প্রধান শিক্ষক সাহাদত হোসেন। একই ভবনের বাসা এবং মাদরাসা থাকলেও সেখানে সাহাদত হোসেন স্ত্রী-সন্তান নিয়েই বসবাস করতেন। গত ৮ মার্চ দুপুরের দিকে প্রয়োজনীয় কাজে বাইরে ছিলেন সাহাদত হোসেনের স্ত্রী। এই সুযোগে ওই মাদরাসায় পড়ুয়া ১২ বছরের একটি মেয়েকে তার কক্ষে ডেকে নেন। এরপর মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানানো হলে মেয়েটিকে হত্যার হুমকি দেন সাহাদৎ। কিন্তু বাড়িতে গিয়ে মেয়েটি তার মায়ের কাছে সবকিছু বলে দিয়েছে। এই ঘটনায় মেয়ের মা অন্য সকল শিক্ষকদের সাথে আলোচনা করে ১১ মার্চ কোতোয়ালী থানায় মামলা করেছেন। কিন্তু ঘটনার পর থেকেই পলাতক ছিলেন সাহাদৎ। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ মার্চ ঝালকাঠির বাড়ি থেকে তাকে আটক করা হয়। বুধবারই তাকে কোতোয়ালী থানা পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
স্বাআলো/এস