শিক্ষককে চড় মারা সেই ছাত্রকে যশোর কিশোর সংশোধনাগারে পাঠালেন আদালত

চুয়াডাঙ্গায় পরীক্ষা চলাকালীন অসদুপায় অবলম্বনে বাঁধা দেয়ায় শিক্ষকের দুই গালে চড় মারা শিক্ষার্থী শাফিউল আমিন শীর্ষর (১৫) বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ সফিয়ার রহমান বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন।

এরপর বিবাদী শাফিউল আমিন শীর্ষ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণের পর আদালতের বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করে তাকে যশোর কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক (ডিসি) ও ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ড. কিসিঞ্জার চাকমা বলেন, বিবাদী শিক্ষার্থী আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ বিচারক তার জামিন না মঞ্জুর করেছেন। এ ব্যাপারে আদালতের পূর্ণাঙ্গ আদেশের কপি পেলে আরো বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, স্থানীয় দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল-আমিনের ছেলের শাফিউল আমিন র্শীর্ষ এস এস সি নির্বাচনী পরীক্ষা চলাকালীন অসদুপায় অবলম্বন করছিলো। সে কাজে বাঁধা দেয়ায় ওই শ্রেণিকক্ষে দায়িত্বরত বাংলা বিভাগের সহকারী শিক্ষককে চড় মেরে সে পালিয়ে যায়। এরই প্রতিবাদে জাতীয় শিক্ষক ফোরাম চুয়াডাঙ্গা শাখার উদ্যোগে মঙ্গলবার দুপুরে শহরের শহীদ হাসান চত্ত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন আক্তারকে প্রধান করে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত দল গঠন করা হয়েছে। ওই তদন্ত দল তিন দিনের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করবে।

স্বাআলো/এসএ

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

সিএনজিতে শিক্ষিকাকে হেনস্তা, প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার বেগমগঞ্জের একলাশপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র...

যশোরে ছিনতাইকারী চক্রের ২ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে...

ঘুমন্ত পুত্রবধূকে ধর্ষণ, শ্বশুর গ্রেফতার

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার কোম্পানীগঞ্জে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে...

সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে

রোদের দাপটে গরমের অনুভূতি বাড়ার সম্ভাবনার পাশাপশি সারাদেশে বজ্রসহ...