নিজস্ব প্রতিবেদক: যশোর আজমাইন সাকিব নামে এক মেডিকেল কলেজ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
তিনি যশোর মেডিকেল কলেজের দশম ব্যাচের শিক্ষার্থী ও ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের শরিফপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।
সূত্র জানায়, বুধবার সকালে আজমাইন সাকিব হল থেকে নিজ বাড়িতে চলে যায়। এ সময় তার বাড়িতে কেউ ছিলেন না। সকলে আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বিকালের দিকে তার ছোট ভাই আদিব হোসেন বাড়িতে ফিরে দেখে ভাইয়ের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। ডাকাডাকি করেও কোনো উত্তর মিলছে না। পরে পরিবারের লোকজন দরজা ভেঙে ফ্যানের সাথে সাকিবের ঝুলন্ত লাশ দেখতে পায়।
যশোরে স্ত্রীকে গলাকেটে হত্যা চেষ্টার পর স্বামীর আত্মহত্যা
নিহতের বাবা জাহাঙ্গীর আলম জানান, তার ছেলে বেশকিছুদিন ধরে চুপচাপ ছিলো। অতিরিক্ত লেখা পড়ার করার কারনে তার মাথা ব্যাথা করতো। কিন্তু আত্মহত্যার সঠিক কারন জানা নেই। বৃহস্পতিবার (২৭ জুন) তার ছেলের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বিবৃতি জানিয়েছেন যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার আবু হাসনাত মোহম্মদ আহসান হাবিব।
স্বাআলো/এস