ঢাকাই সিনেমার নায়িকা ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মাহিয়া মাহি বলেছেন, বিএনপি-জামায়াত শিক্ষার্থীদের পরীক্ষার সময়েও অবরোধ দিচ্ছে। যারা ক্ষমতায় যাওয়ার জন্য শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেয়, তাদের আর কেউ চায় না।
বুধবার (১৫ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের ছাত্রী সমাবেশের শুরুতে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি।
নৌকার পক্ষে ভোট প্রার্থনা করে তিনি বলেন, যারা প্রথম ভোটার হয়েছেন বা হবেন, প্রথম ভোট নৌকায় দিবেন।
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করা এবং নারী নেতৃত্ব বিকাশ শিরোনামে এ ছাত্রী সমাবেশের আয়োজন করে ছাত্রলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দের সভাপতিত্বে ছাত্রী সমাবেশে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের নারী সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি।
স্বাআলো/এস