৬ ছাত্র বহিষ্কার: ইবির মূলফটক অবরোধ রেখে শিক্ষার্থীদের বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মেডিকেল সেন্টার ভাঙচুর ও হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের র‌্যাগিংয়ের ঘটনায় ছয় শিক্ষার্থীকে বহিষ্কারের প্রতিবাদে প্রধান ফটক অবরোধ রাখা হয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে ক্যাম্পাস থেকে ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে অবরোধ রেখে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা বলেন, বহিষ্কারের মাধ্যমে একজন শিক্ষার্থীর জীবন নষ্ট করার পাঁয়তারা চলছে। আমরা এর প্রতিবাদ জানাই।

এর আগে বেলা ১১টার দিকে ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীকে র‌্যাগিং এবং মধ্যরাতে মাদকাসক্ত অবস্থায় চিকিৎসাকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। অভিযুক্ত আট শিক্ষার্থীর মধ্যে তিনজনকে স্থায়ী এবং তিনজনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। অপর দুইজনকে সতর্ক করা হয়েছে।

সভা শেষে সভার সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্বাআলো/এসএস

Leave a Reply