বাগেরহাটের চারটি আসনে আ.লীগের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

বাগেরহাটের চারটি নির্বাচনী আসনে আওয়ামী দলীয় চার প্রার্থী বুধবার (২৯ নভেম্বর) এক সাথে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

বাগেরহাট জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খালিদ হোসেন এ মনোনয়ন পত্র গ্রহণ করেন।

আওয়ামী লীগ দলীয় চার প্রার্থী হলেন, বাগেরহাট-১ আসন থেকে শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ আসন থেকে শেখ সারহান নাসের তন্ময়, বাগেরহাট-৩ আসন থেকে হাবীবুন নাহার ও বাগেরহাট-৪ আসন থেকে সাবেক ছাত্রলীগ সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ।

এদিন বাগেরহাট-৩ আসনের রামপাল উপজেলার রিটানিং কর্মকর্তার কার্য্যলয়ে তৃণমুল বিএনপির মনোনীত প্রার্থী ম্যানুয়েল সরকার মনোনয়নপত্র দাখিল করেন।

জেলা রিটার্নি কর্মকর্তার কার্যালয় আওয়ামী লীগ দলীয় প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন, কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভুইয়া হেমায়েত হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এর আগের আওয়ামী লীগ দলীয় প্রার্থীরা বাগেরহাট খানজাহান আলী (রঃ) মাজার জিয়ারত করেন।

জেলা রিটানিং কর্মকতার কার্যালয় থেকে জানানো হয়, এদিন চারটি নির্বাচনী আসনে আওয়ামী লীগের চারজন এবং তৃণমুল বিএনপির একজন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। বুধবার পর্যন্ত বাগেরহাটের চারটি নির্বাচনী আসনে এমপি প্রার্থী হিসাবে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ১৬ জন প্রার্থী মনোনয়ন পত্র ক্রয় করেছেন।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বিএসপির সাহিত্য সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর এর ২৪৫...

ফের পরীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন রাজের

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের...

বেনাপোল কাস্টমসের অভিযানে অবৈধ পণ্যর ট্রাক আটক

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল বন্দরের ৩৫ নম্বর...

কুয়াশায় নিরাপদে গাড়ি চালাতে ৪ নির্দেশনা

ঘন কুয়াশার কারণে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। এ অবস্থায়...