যশোর

রূপদিয়া ওয়েলফেয়ার কমিটির মনোনয়নপত্র গ্রহণ ও জমাদান

| October 25, 2023

যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমির নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে বিভিন্ন পদে নির্বাচনের জন্য তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র গ্রহণ ও জমাদান সম্পন্ন হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহম্মেদের সার্বিক তত্ত্বাবধানে গঠিত প্যানেলের সদস্যদের মনোনয়নপত্র জমা প্রদান করেন নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন, নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম বিশ্বাস, সাধারণ সম্পাদক আবু হানিফা, নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোদাচ্ছের আলী, আওয়ামী লীগ নেতা সুধন্য চন্দ্র দাস, মনিরুল ইসলাম হিমু, আবদুল আলিম, আসাদ পারভেজ, আ: মালেক, যুবলীগ নেতা গৌতম বসু, অমিত সাহা, আলমগীর হোসেন বট্টু, স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক জাহিদ হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি জি.এম সবুজ হাসান, বর্তমান সভাপতি শাহীন আলম, সহ-সভাপতি সিদ্ধার্থ বিশ্বাস, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কিরণ ও রূপদিয়া বাজার বণিক সমিতির সভাপতি ইকবাল হোসেন প্রমুখ।

স্বাআলো/এসএস

Shadhin Alo

Leave a Reply