Uncategorized

মনোমালিন্য-হতাশায় সুমাইয়া ও দুলালের আত্মহত্যা

| October 8, 2023

নাটোরে মনোমালিন্য-হতাশায় ফাঁস দিয়ে নারীসহ দুইজন আত্মহত্যা করেছেন। রবিবার (৮ অক্টেবার) রাতে লালপুর উপজেলার বৈদ্যনাথপুর ও হাপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের আসিফের স্ত্রী সুমাইয়া খাতুন (২০) ও হাপানিয়া গ্রামের গীরেন চন্দ্রের ছেলে দুলাল কুমার প্রামাণিক (৫৮)।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের সুমাইয়া-আসিফ দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলে আসছিলো। এরই জেরে রাতের কোনো এক সময়ে ঘরে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে ঝুলন্ত অবস্থা থেকে ওড়না কেটে নিচে নামিয়ে লালপুর থানা পুলিশে খবর দেয়। লালপুর থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যান।

অপরদিকে দীর্ঘদিন ধরে দুলাল কুমার প্রামাণিক মানসিক সমস্যা সহ্য করতে না পেরে রাত ২টার দিকে নিজ ঘরের তীরের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে জানা যায়।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) উজ্জ্বল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply