চৌগাছায় একদিনে তরুণী ও বৃদ্ধের আত্মহত্যা

চৌগাছা (যশোর) প্রতিনিধি | May 21, 2025

যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নে একদিনে দুইটি হৃদয়বিদারক আত্মহত্যার ঘটনা ঘটেছে। পৃথক সময়ে সংঘটিত এসব ঘটনায় একজন তরুণী ও অপরজন বৃদ্ধ আত্মহত্যা করেছেন। এসব ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

প্রথম ঘটনাটি ঘটে মঙ্গলবার (২০ মে) সকাল সাড়ে ১১টার দিকে। উপজেলার দৌলতপুর গ্রামে আনোয়ার হোসেনের মেয়ে পায়েল আক্তার (১৮) নিজ কক্ষের সিলিং ফ্যানে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, সকালে নিজ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন পায়েল। দীর্ঘক্ষণ দরজা না খোলায় পরিবারের সদস্যরা ডাকাডাকি শুরু করেন। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং দ্রুত নামিয়ে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চৌগাছায় অর্ধশতবর্ষী বট গাছ কেটে ফেললেন বিএনপির সভাপতি, এলাকাবাসীর তীব্র ক্ষোভ

স্থানীয়দের ধারণা, প্রেমঘটিত বিষয়ে পারিবারিক কলহ থেকেই এই আত্মহননের পথ বেছে নিয়েছেন পায়েল। তার এমন অকাল মৃত্যুতে পরিবার ও প্রতিবেশীদের মাঝে নেমে এসেছে গভীর শোক।

অন্যদিকে, একই ইউনিয়নের বল্লভপুর গ্রামে সকাল ১০টা ৪০ মিনিটে আত্মহত্যা করেন বদর উদ্দিন (৭০)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন। দরিদ্রতার কারণে সঠিক চিকিৎসা না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে বাড়ির পেছনের বাঁশবাগানে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

স্থানীয়রা জানান, বদর উদ্দিন এর আগেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তবে পরিবার সতর্ক থাকায় সেসব সময় তাকে বাঁচানো সম্ভব হয়েছিল। কিন্তু এবার আর শেষ রক্ষা হয়নি।

দুইটি ঘটনাতেই চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, উভয় ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া প্রাথমিকভাবে শুরু হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

স্বাআলো/এস