চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় পরিবারিক কলহে তুচ্ছ ঘটনার জেরে জুই খাতুন (১৭) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে।
জুই খাতুন উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের মাজেদুল ইসলামের মেয়ে।
চৌগাছায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ব্যবসায়ীর মৃত্যু
সোমবার (১০ জুন) যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চৌগাছায় স্বামীর জিহবা কামড়ে বিচ্ছিন্ন করলো স্ত্রী!
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জুই পাশ্ববর্তী মহেশপুর উপজেলার যাদবপুর ডিগ্রি কলেজের এইচএসসি সেকেন্ড ইয়ারের ছাত্রী। গত ৭ জুন সকালে মায়ের সাথে ফোন চালানো নিয়ে ঝগড়া হয়। এসময় জুইয়ের বাবা তার মাকে মারধর করেন। জুইরা দুই বোন মায়ের মারধর ঠেকাতে গেলে বাবা তাদেরও মারধর করেন। এতে অভিমান করে সকাল ১১টার দিকে সকলের অগোচরে তার নিজ শোবার ঘরে ঘাসপুড়া বিষপান করে। কিছুক্ষণ পরে তার মা এসে তাকে ডাকাডাকি করলে ঘর না খুললে ঘরের দরজা ভেঙে ভিতরে যেয়ে দেখে সে বিষ খেয়ে শুয়ে আছে। তখন জুইয়ের মা ডাক চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে দ্রুত উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ভিকটিমের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার (১০ জুন) তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে।
স্বাআলো/এস