আজাদুল হক, বাগেরহাট: জেলার ফকিরহাট উপজেলার লকপুর এলাকায় বসতঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আদুরী আক্তার (১৯) নামে এক তরুণী আত্মহত্যা করেছে।
রবিবার (৩০ জুন) ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ ওই তরুণীর লাশের সুরতহাল করেছে।
আদুরী আক্তার লকপুর গ্রামের মৃত নুর ইসলামের মেয়ে।
পরিবারের দাবি আদুরী মানসিকভাবে ভারসাম্যহীন ছিলো।
রবিবার কি দিয়ে ভাত খাবে এ নিয়ে মা ও বড় ভাইয়ের সাথে কথাকাটি করে সবার অজান্তে বসতঘরের আড়ার সাথে গলায় নিজের ওড়না পেচিয়ে ঝুলে পড়ে। এ অবস্থায় দেখতে পেয়ে মেয়েটি বড়ভাই জাহাঙ্গীর দ্রুত ছুটে এসে তাকে নামিয়ে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপমৃত্যু হিসাবে এ ঘটনা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ ফকিরহাট থানা পুলিশকে অবহিত করে।
ফকিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, লাশের সুরতহাল করা হয়েছে। কারো কোনো অভিযোগ নাই। পরিবার থেকে বলছে মেয়েটি মানসিক রোগী ছিলো। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
স্বাআলো/এস