খুলনা বিভাগ

নড়াইলে সড়ক দুর্ঘটনায় যশোরের সুমন নিহত

| June 29, 2024

জেলা প্রতিনিধি, নড়াইল: জেলায় সড়ক দুর্ঘটনায় সুমন শেখ (৩৮) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে।

শনিবার (২৯ জুন) ঢাকা-নড়াইল-বেনাপোল মহাসড়কের সদরের দূর্বাজুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন যশোরের বাঘারপাড়ার ইন্দ্রা এলাকার মোহাম্মদ রাশেদ শেখের ছেলে।

জানা গেছে, নিহত সুমন ভ্যান চালিয়ে নড়াইল থেকে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়াকের দূর্বাজুড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি ভ্যানটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে তুলরামপুর হাইওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করে।

তুলরামপুর হাইওয়ে থানার এসআই মনির আহমেদ এর সত্যতা নিশ্চিত করেছেন।

স্বাআলো/এস

Debu Mallick