জেলা প্রতিনিধি, পটুয়াখালী: সুর্যমুখী এবং নিরাপদ সবজি উৎপাদনের মাধ্যমে উদ্যোক্তাদের আয়বৃদ্ধি শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের হাইসান-৩৩ সুর্যমুখী প্রদর্শনীর আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার শেষ বিকেলে সদর উপজেলার বদরপুর ইউনিয়নের শিয়ালী সনকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)এর সহযোগিতায় এবং ইফাদ ও ড্যানিডা এর অর্থায়নে রুবাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি)এর সুর্যমুখী এবং নিরাপদ সবজি উৎপাদনের মাধ্যমে উদ্যোক্তাদের আয়বৃদ্ধি শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী প্রগতি সমিতি এর আয়োজনে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
পল্লী প্রগতি সমিতি এর প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল খায়ের এর সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পল্লী প্রগতি সমিতি এর সভাপতি সৈয়দ দেলোয়ার হোসেন।
পল্লী প্রগতি সমিতি এর কৈশোর কর্মসূচি প্রোগ্রাম অফিসার রিয়াজ উদ্দিন এর সঞ্চালনে স্বাগত বক্তব্য রাখেন ভ্যালু চেইন ফেসিলেটর কৃষিবিদ আসাদুজ্জামান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ- সহকারী কৃষি অফিসার আউয়াল হাওলাদার,তেল ভাঙ্গানোর মেশিন উদ্যোক্তা জামিরুল ইসলাম,কৃষক সাইদুর রহমান মিয়া,সামসু গাজী কৃষাণী আফিয়া বেগম সুর্যমুখী এবং নিরাপদ সবজি উৎপাদনের মাধ্যমে উদ্যোক্তাদের আয়বৃদ্ধি শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের সুর্যমুখী প্রদর্শনীর আওতায় বদরপুর ইউনিয়নের শিয়ালী গ্রামের ৩৪ জন কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ দেয়া হয়।
উপ-প্রকল্পের আওতায় কৃষকরা সূর্যমুখী ফসল উৎপাদনের পাশাপাশি মিশ্র ফসল হিসাবে লালশাক ,পালং শাক ও ধনিয়ার উৎপাদন করেছে।এতে যেমন একদিকে সূর্যমুখী বীজ উৎপাদন হচ্ছে, অন্য দিকে মিশ্র ফসল উৎপাদন করে কাড়তি অর্থ উপার্জনের মাধ্যমে কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছে। মাঠ দিবস অনুষ্ঠানে শতাধিক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।
স্বাআলো/এস