আইন আদালত

দুদকের মামলায় জামিন পেলেন জোবাইদা রহমান

ঢাকা অফিস | May 14, 2025

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তার সাজার বিরুদ্ধে দাখিল করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত।

বুধবার (১৪ মে) বিচারপতি খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে জোবাইদা রহমানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও ব্যারিস্টার কায়সার কামাল। তাদের সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ এবং অ্যাডভোকেট জাকির হোসেন।

এর আগে, মঙ্গলবার (১৩ মে) হাইকোর্ট জোবাইদা রহমানের আপিল দাখিলের ক্ষেত্রে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেছিলেন। বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ জোবাইদা রহমানের আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেন।

উল্লেখ্য, সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) তারেক রহমান, জোবাইদা রহমান এবং তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা দায়ের করে।

মামলার বিচার শেষে ২০২৩ সালের ২ আগস্ট ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের তৎকালীন বিচারক আছাদুজ্জামান তারেক রহমানকে দুটি অভিযোগে মোট নয় বছর এবং তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেন। রায়ে তারেক রহমানকে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ২০০৪-এর ২৬(২) ধারায় তিন বছর ও ২৭(১) ধারায় ছয় বছরের কারাদণ্ড এবং ৩ কোটি টাকা জরিমানা করা হয়। জোবাইদা রহমানকে ২৭(১) ধারায় তিন বছর কারাদণ্ড এবং ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়।

এদিকে গত বছরের শেষের দিকে এক আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার ডা. জোবাইদা রহমানের সাজা আপিল দায়েরের সুবিধার্থে বিনাশর্তে এক বছরের জন্য স্থগিত করেছিল। ওই স্থগিতাদেশের পরই চলতি বছরের ৬ মে দেশে ফেরেন জোবাইদা রহমান।

আজ জামিন মঞ্জুর হওয়ায় এখন তার আপিলের ওপর পরবর্তীকালে শুনানি অনুষ্ঠিত হবে।

স্বাআলো/এস

Shadhin Alo