জাতীয়

সেই রিকশাচালকের জামিন, মুক্তিতে বাধা নেই

ঢাকা অফিস ঢাকা অফিস | August 17, 2025

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে গণপিটুনির শিকার রিকশাচালক আজিজুর রহমানকে জামিন দিয়েছেন আদালত।

গত বছরের একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানোর পর রবিবার (১৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমএ আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

আজিজুরের আইনজীবী অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি জানিয়েছেন, তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় কারামুক্তিতে কোনো বাধা নেই।

আদালতে আজিজুর রহমানের পক্ষে জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। অন্যদিকে, রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিনের আদেশ দেন।

এর আগে, শনিবার আজিজুরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ তৌহিদুর রহমান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, মামলার প্রত্যক্ষদর্শী ও বাদীর জিজ্ঞাসাবাদে আজিজুর রহমানের জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে এবং তদন্তের স্বার্থে তাকে কারাগারে রাখা প্রয়োজন।

মামলার এজাহার থেকে জানা যায়, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর ধানমন্ডির সায়েন্সল্যাব এলাকায় একটি মিছিল থেকে গুলি, পেট্রোল বোমা ও হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এতে মো. আরিফুল ইসলাম নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন এবং প্রায় দুই মাস হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হন। এ ঘটনায় চলতি বছরের ২ এপ্রিল ধানমন্ডি থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়, যে মামলায় রিকশাচালক আজিজুরকে গ্রেফতার দেখানো হয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo