সিনেমার পর্দা থেকে এবার মিউজিক ভিডিওর জগতে পা রাখলেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। আলোচিত নির্মাতা তানিম রহমান অংশুর পরিচালনায় ‘ময়না’ শিরোনামের একটি গানে মডেল হিসেবে দেখা যাবে তাকে। এটিই হতে যাচ্ছে কোনো গানের ভিডিওতে তার প্রথম অংশগ্রহণ।
এর আগে ২০২৩ সালে অংশুর ‘খেলা হবে’ সিনেমায় বুবলীর অভিনয়ের কথা থাকলেও নানা জটিলতায় প্রকল্পটি আলোর মুখ দেখেনি। অবশেষে একটি গানচিত্রের মাধ্যমে এই পরিচালক-নায়িকা জুটির রসায়ন দেখতে পাবেন দর্শকরা।
গানটি লিখেছেন গীতিকার আসিফ ইকবাল, সুর ও সংগীতায়োজন করেছেন পশ্চিমবঙ্গের আকাশ সেন এবং এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কোনাল। উল্লেখ্য, এর আগেও বেশ কয়েকটি সিনেমার গানে বুবলীর ঠোঁটে শোনা গেছে কোনালের কণ্ঠ। এমনকি কোনালের পুরস্কারপ্রাপ্ত একটি গানেও ঠোঁট মিলিয়েছিলেন বুবলী।
গত ১৯ মে নির্মাতা তানিম রহমান অংশু তার ফেসবুকে বুবলী ও আসিফ ইকবালের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘এবার হবে। ওয়েট ইজ ওভার।’—যা নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। প্রায় দুই মাস পর সেই রহস্য উন্মোচিত হলো। জানা গেছে, ‘ময়না’র ভিডিওর শুটিং ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং শিগগিরই এটি গানচিল মিউজিকের ব্যানারে মুক্তি পাবে।
এদিকে, শবনম বুবলী বর্তমানে একাধিক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত দুটি সিনেমা—জাহিদ জুয়েলের ‘পিনিক’ এবং রাখাল সবুজের ‘সর্দার বাড়ির খেলা’। সিনেমাগুলো আগামী দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে তিনি রাশেদা আক্তার লাজুকের ‘শাপলা শালুক’ সিনেমায় আব্দুন নূর সজলের বিপরীতে কাজ করছেন। পাশাপাশি, টালিউডের সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’-এর কাজও শেষ করেছেন, যেখানে তার সহশিল্পী হিসেবে আছেন কৌশিক গাঙ্গুলী, সৌরভ দাস ও রজতাভ দত্তের মতো তারকারা।
স্বাআলো/এস