মডেলিং এবং উপস্থাপনার জগৎ থেকে বেরিয়ে এসে বড় পর্দায় নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন নুসরাত ফারিয়া। অভিনয়ের পাশাপাশি গান নিয়েও তিনি বরাবরই মিডিয়ার লাইমলাইটে থেকেছেন।
২০১৮ সালে ‘পটাকা’ গানের মাধ্যমে সংগীত জগতে অভিষেক ঘটার পর ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেন ফারিয়া। এরপর তিনি আরও চারটি একক গান প্রকাশ করেছেন। এবার দীর্ঘ বিরতি কাটিয়ে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন এই তারকা, যেখানে থাকছে একাধিক চমক।
জানা গেছে, গত বছরের শুরুতে জনপ্রিয় সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদিরের সঙ্গে একটি গান রেকর্ড হলেও সেটি এখনও অপ্রকাশিত রয়েছে। নুসরাত ফারিয়া এবার দর্শকদের জন্য একটি ভিন্নধর্মী এবং উন্নতমানের মিউজিক ভিডিও উপহার দিতে চান এবং সেভাবেই তিনি প্রস্তুতি নিচ্ছেন।
সম্প্রতি এক অনুষ্ঠানে ফারিয়া তার এই পরিকল্পনার কথা জানান।
তিনি বলেন, “একটি ভালো প্রযোজনার জন্য অনেক মানুষের সমন্বয় লাগে এবং তা সময়সাপেক্ষ। আমি শুধু গান রেকর্ড করে প্রকাশ করি না, আমি এমন মিউজিক ভিডিও বানাতে চাই যা দর্শককে চমকে দেবে। নতুন কিছু দেখার অনুভূতি দেবে। এজন্য সময় লাগছে।”
তিনি আরও জানান যে, তার বেশ কয়েকটি নতুন গান প্রকাশের অপেক্ষায় আছে। ফুয়াদ, সঞ্জয়সহ আরও কয়েকজন প্রতিভাবান সংগীত পরিচালকের সঙ্গে তিনি কাজ করেছেন এবং প্রতিটি প্রজেক্টই সুন্দরভাবে এগোচ্ছে।
নিজের স্বপ্নের কথা বলতে গিয়ে ফারিয়া বলেন, “কয়েকজন সংগীতশিল্পী আছেন যাদের গান শুনে আমি বড় হয়েছি। তাদের সঙ্গে কাজ করার সুযোগ পেলে সেটা সত্যিই দারুণ হবে। কিছু পরিকল্পনা করছি, দেখা যাক কতদূর এগোতে পারি।”
সংগীতের পাশাপাশি নুসরাত ফারিয়া শিগগিরই বড় পর্দাতেও ফিরবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, “এ মাসের শেষ দিকে একটি নতুন ছবির শুটিং শুরু করব। শিগগিরই ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা আসবে।”
গত মাসে নুসরাত ফারিয়া কানাডায় একটি সফল স্টেজ শোতে পারফর্ম করেছেন। আগামী নভেম্বরে তিনি আরও একটি আন্তর্জাতিক সফরে অংশ নেবেন বলে জানা গেছে। ফারিয়ার ভক্তরা এখন তার নতুন গান এবং চলচ্চিত্রের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
স্বাআলো/এস
