হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট: জেলার হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহায়ক আজমীর আলমকে সাময়িক বরখাস্ত করেছে সিভিল সার্জন।
শনিবার (২৭ জুলাই) হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদ পারভেজ সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাপ্ত আদেশে বলা হয়, হাতীবান্ধা থানার একটি মামলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহায়ক আজমীর আলমকে জেল হাজতে প্রেরণ করেন লালমনিরহাট বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট। ওই ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্ত হবেন ওই অফিস সহায়ক৷ গত ১৬ জুলাই লালমনিরহাট সিভিল সার্জন সাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়৷
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদ পারভেজ বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষ অফিস সহায়ক আজমীর আলমকে সাময়িক বরখাস্ত করেছে। আমরা তাকে সাময়িক বরখাস্তর নোটিশ জানিয়ে দিয়েছি৷
কারাগার থেকে ৪ ফাঁসির আসামির পলায়ন, তিন কারারক্ষী বরখাস্ত
প্রসঙ্গত, গত ১৪ জুন ওই উপজেলার নওদাবাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হকের সঙ্গে হাতীবান্ধা হাসপাতালের অফিস সহায়ক আজমীর আলমের জমি নিয়ে বিরোধের জেরে কেকতীবাড়ি এলাকায় সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থল থেকে আজমীরসহ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
স্বাআলো/এস/বি