জেলা প্রতিনিধি, পটুয়াখালী: জেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদর উপজেলার কমলাপুর ও ভূরিয়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানদ্বয় শপথ নিয়েছেন।
বৃহস্পতিবার (০৬ জুন) পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কমলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম মৃধা এবং ভূরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল মোল্লা-কে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক (ডিসি) নূর কুতুবুল আলম।শপথ বাক্য পাঠ শেষে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে আপনারা নির্বাচিত হয়েছেন।আজকের শপথ বাক্যের প্রতিটি কথা আপনাদের মেনে চলতে হবে। আপনাদের বিচারিক ক্ষমতাও দেয়া আছে।
গ্রাম আদালতের বিচারগুলো যেন সঠিকভাবে নিষ্পত্তি করা হয়, সেদিকে খেয়াল রাখবেন। ওয়ারিশ সনদ ও নগরিক সনদ দেয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতার সঙ্গে কাজ করবেন।
ইউনিয়ন জনগণের আশা ও ভরসার স্থল। আপনি সবার জন্য, কে আপনাকে ভোট দিল বা না দিল, তা দেখবেন না। আপনাদের মাধ্যমে কমলাপুর এবং ভূরিয়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন পটুয়াখালী স্থানীয় সরকারের উপ-পরিচালক জুয়েল রানা,পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার ডাঃ সঞ্জিব দাস, স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক পাপিয়া সুলতানা লিজাসহ অন্যান্যরা।
এছাড়াও নবনির্বাচিত চেয়ারম্যানরা তাদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন।
স্বাআলো/এস/বি